CLASS 10 (মাধ্যমিক)
About Course
মাধ্যমিক জীবন বিজ্ঞান: জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে WBBSE Class 10 Life Science সিলেবাসের প্রথম অধ্যায়ের বহুবিকল্প (MCQ), সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত, এবং রোচনাধর্মী প্রশ্ন ও তাদের উত্তরগুলি দেওয়া হয়েছে। এই মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর (Class 10 Life Science Q&A) প্রস্তাবিত নোট, সাজেশন এবং গুরুত্বপূর্ণ টপিকের মাধ্যমে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ সহায়িকা হিসেবে কাজ করবে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার প্রস্তুতির জন্য এটি অত্যন্ত কার্যকর। এই অধ্যায়ের মূল বিষয়বস্তুগুলির মধ্যে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সম্পর্কিত জীবনবিজ্ঞান MCQ প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো: . প্রশ্ন: স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী- A) স্পঞ্জ B) সাগরকুসুম C) স্পঞ্জ ও সাগরকুসুম D) কোনোটিই নয় উত্তর: C) স্পঞ্জ ও সাগরকুসুম ২. প্রশ্ন: কোন উদ্ভিদের গমন দেখা যায়? A) ইউগ্লিনা B) প্যারামিসিয়াম C) ক্ল্যামাইডোমোনাস D) স্পঞ্জ উত্তর: C) ক্ল্যামাইডোমোনাস ৩. প্রশ্ন: লজ্জাবতী লতা স্পর্শ করলে পত্রকগুলি মুদে যায়, এটি কী ধরনের চলন? A) ন্যাস্টিক B) সিসমোন্যাস্টিক C) ট্রপিক D) ট্যাকটিক উত্তর: B) সিসমোন্যাস্টিক ৪. প্রশ্ন: উদ্দিপকের প্রভাবে উদ্ভিদের যখন সমগ্র দেহের স্থান পরিবর্তন ঘটে তখন তাকে বলে? A) ট্রপিক B) ন্যাস্টিক C) ট্যাকটিক D) প্রকরণ উত্তর: C) ট্যাকটিক ৫. প্রশ্ন: উদ্ভিদের আলোকবর্তী চলন নিয়ন্ত্রণে অংশ নেয় কোন হরমোন? A) অক্সিন B) জিব্বেরেলিন C) কাইনিন D) 2,4-D উত্তর: A) অক্সিন ৬. প্রশ্ন: সূর্যমূখী ফুল আলোকের তীব্রতায় ফোটে, এটি কী ধরনের চলন? A) ফোটোট্রপিক B) ফোটোন্যাস্টিক C) থার্মোন্যাস্টিক D) নিকটিন্যাস্টিক উত্তর: B) ফোটোন্যাস্টিক ৭. প্রশ্ন: জুই ফুল কম আলোয় ফোটে এবং বেশি আলোয় মুদে যায়। এটি কী ধরনের চলন? A) থার্মোন্যাস্টিক B) ফোটোন্যাস্টিক C) ফোটোট্রপিক D) নিকটিন্যাস্টিক উত্তর: B) ফোটোন্যাস্টিক ৮. প্রশ্ন: বনচঁড়ালের পাতায় পার্শ্বফলক দুটি রসস্ফিতির তারতম্যের জন্য ওঠা-নামা করে, এটি কি ধরনের চলন? A) বলন B) পরিচলন C) প্রকরণ D) আবর্তন উত্তর: C) প্রকরণ ৯. প্রশ্ন: প্যারামিসিয়ামের গমন অঙ্গ হল? A) ক্ষণপদ B) সিলিয়া C) ফ্লাজেলা D) কর্ষিকা উত্তর: B) সিলিয়া ১০. প্রশ্ন: যে পেশি মাছের গমনে সাহায্য করে- A) ফ্লেক্সর পেশি B) এক্সটেনসর পেশি C) মায়োটোম পেশি D) অ্যাবডাক্টর পেশি উত্তর: C) মায়োটোম পেশি ১১. প্রশ্ন: মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে কোন অঙ্গ? A) পেশি B) পাখনা C) পটকা D) লঘুমস্তিস্ক উত্তর: C) পটকা ১২. প্রশ্ন: পায়রার ডানায় বড়ো পালকের সংখ্যা কটি? A) 23 টি B) 12 টি C) 10 টি D) 22 টি উত্তর: A) 23 টি ১৩. প্রশ্ন: মানুষের গমনের সময় কানের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রনে সাহায্য করে? A) অস্তিত্ব B) অর্ধচন্দ্রাকার নালি C) লঘুমস্তিস্ক D) কঙ্কাল পেশি উত্তর: B) অর্ধচন্দ্রাকার নালি ১৪. প্রশ্ন: সচল অস্থিসন্ধির সংযোগস্থলে কী রস থাকে? A) ভিট্রিয়াস তরল B) অ্যাকুয়াস তরল C) সাইনোভিয়াল তরল D) মস্তিস্ক ও সুষুন্নারস উত্তর: C) সাইনোভিয়াল তরল ১৫. প্রশ্ন: পেশির অবসাদ দেখা যায় কোনটি জমা হওয়ার ফলে? A) ল্যাকটিক অ্যাসিড B) গ্লাইকোডেজ C) ক্রিয়েটিন ফসফেট D) কার্বন ডাই অক্সাইড উত্তর: A) ল্যাকটিক অ্যাসিড ১৬. প্রশ্ন: ইউগ্লিনার গমন অঙ্গ হল? A) সিলিয়া B) ফ্ল্যাজেলা C) ক্ষণপদ D) কর্ষিকা উত্তর: B) ফ্ল্যাজেলা ১৭. প্রশ্ন: সিলিয়ারি গতি দেখা যায়- A) প্যারামিসিয়ামে B) অ্যামিবায় C) ইউগ্লিনাতে D) কেঁচোতে উত্তর: A) প্যারামিসিয়ামে ১৮. প্রশ্ন: মায়োটোম পেশি গমনে সাহায্য করে কোন প্রাণী? A) ব্যাং B) সাপ C) কেঁচো D) মাছ উত্তর: D) মাছ ১৯. প্রশ্ন: মাছেদের জলে স্থিরভাবে ভাসতে সাহায্য করে কোন পাখনা? A) পুচ্ছ পাখনা B) বক্ষ পাখনা ও শ্রোণি পাখনা C) পৃষ্ঠ পাখনা D) শ্রোণি পাখনা উত্তর: B) বক্ষ পাখনা ও শ্রোণি পাখনা ২০. প্রশ্ন: গমনের সময় মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? A) গুরুমস্তিস্ক B) লঘু মস্তিষ্ক C) থ্যালামাস D) হাইপোথ্যালামাস উত্তর: B) লঘু মস্তিষ্ক ২১. প্রশ্ন: কোন প্রকার চলনে সূর্যশিশির উদ্ভিদের পাতায় কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে? A) থার্মোন্যাস্টিক B) কেমোন্যাস্টিক C) নিকটিন্যাস্টিক D) ফোটোন্যাস্টিক উত্তর: B) কেমোন্যাস্টিক ২২. প্রশ্ন: উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি পায়, এটি একপ্রকার- A) হাইড্রোট্রপিক চলন B) ফোটোট্রপিক চলন C) সিসমোন্যাস্টিক চলন D) জিওট্রপিক চলন উত্তর: A) হাইড্রোট্রপিক চলন ২৩. প্রশ্ন: ক্ল্যামাইডোমোনাস বা ভ্লভক্সের আলোর দিকে গমনকে – A) জিওট্রপিক চলন B) ফোটোট্রপিক চলন C) ফোটোন্যাস্টিক চলন D) ফোটোট্যাকটিক চলন উত্তর: D) ফোটোট্যাকটিক চলন ২৪. প্রশ্ন: উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল- A) ট্রপিক B) ট্যাকটিক C) ন্যাস্টিক D) প্রকরণ উত্তর: A) ট্রপিক ২৫। সুন্দরী গাছের শ্বাসমূলের চলন হলো একপ্রকার (এ) অনুকুল আলোকবর্তী (বি) অনুকুল অভিকর্ষবর্তী (সি) প্রতিকূল অভিকর্ষবর্তী (ডি) তির্যক অভিকর্ষবর্তী উত্তর: (সি) প্রতিকূল অভিকর্ষবর্তী ২৬। ট্রপিক চলন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো (এ) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত (বি) উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় (সি) ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায় (ডি) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন উত্তর: (ডি) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন ২৭। অক্সিন হরমোনের রাসায়নিক উপাদান হলো— (এ) কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন (বি) কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন (সি) কার্বন ও হাইড্রোজেন (ডি) কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন উত্তর: (বি) কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন ২৮। বল ও সকেট সন্ধি দেখা যায়– (এ) কব্জিতে (বি) কনুইতে (সি) স্কন্ধের সন্ধিতে (ডি) হাঁটুতে উত্তর: (সি) স্কন্ধের সন্ধিতে ২৯। পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হলো (এ) ACTH (বি) থাইরক্সিন (সি) ইনসুলিন (ডি) ইস্ট্রোজেন উত্তর: (এ) ACTH ৩০। নীচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো – (এ) FSH, LH ও প্রোল্যাকটিন হলো বিভিন্ন ধরনের GTH (বি) অ্যাড্রিনালিন হার্দ উৎপাদন কমায় (সি) ইনসুলিন কোশপর্দার মাধ্যমে কোশের ভিতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে (ডি) প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে উত্তর: (বি) অ্যাড্রিনালিন হার্দ উৎপাদন কমায় ৩১। ন্যাস্টিক চলন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক (এ) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন (বি) এতে উদ্ভিদ বা উদ্ভিদঅঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় (সি) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন (ডি) এটি ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালে দেখা যায় উত্তর: (সি) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন ৩২। মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো (এ) ১০ জোড়া (বি) ৩১ জোড়া (সি) ১২ জোড়া (ডি) ২১ জোড়া উত্তর: (সি) ১২ জোড়া ৩৩। মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো (এ) ১১ জোড়া (বি) ২১ জোড়া (সি) ১০ জোড়া (ডি) ৩১ জোড়া উত্তর: (ডি) ৩১ জোড়া ৩৪। মানুষের মস্তিষ্কে স্নায়ুকোশের সংখ্যা প্রায় (এ) ১০ শত কোটি (বি) ২০ শত কোটি (সি) ৪০ শত কোটি (ডি) ৫০ শত কোটি উত্তর: (এ) ১০ শত কোটি ৩৫। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে বলে— (এ) নিউরোন (বি) নেফ্রন (সি) নিউরোগ্লিয়া (ডি) মস্তিষ্ক উত্তর: (এ) নিউরোন ৩৬। সিলিয়ারি গমন দেখা যায় নিম্নলিখিত কোন প্রাণীর মধ্যে তা সঠিক ভাবে নিরূপণ করো (এ) অ্যামিবা (বি) প্যারামেসিয়াম (সি) ইউমিনা (ডি) মাছ উত্তর: (বি) প্যারামেসিয়াম ৩৭। গমনের সময় মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে (এ) গুরুমস্তিষ্ক (বি) লঘুমস্তিষ্ক (সি) পনস (ডি) থ্যালামাস উত্তর: (বি) লঘুমস্তিষ্ক ৩৮। ফ্ল্যাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ? (এ) ইউক্লিনার (বি) অ্যামিবার (সি) প্যারামেসিয়ামের (ডি) মাছের উত্তর: (এ) ইউক্লিনার ৩৯। বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে— (এ) অক্সিন (বি) জিব্বেরেলিন (সি) সাইটোকাইনিন (ডি) ইথিলিন উত্তর: (বি) জিব্বেরেলিন ৪০। দু’টি নিউরোনের সংযোগস্থলকে বলে— (এ) সাইন্যাপসিস (বি) সাইন্যাপটিক নব (সি) সাইন্যাস (ডি) অ্যাক্সন হিলক উত্তর: (সি) সাইন্যাস ৪১। মস্তিষ্কের আবরণকে বলে– (এ) মেনিনজেস (বি) প্লুরা (সি) পেরিকার্ডিয়াম (ডি) পেরিটোনিয়াম উত্তর: (এ) মেনিনজেস ৪২। নিউরোনের দীর্ঘ প্রবর্ধকের নাম হলো- (এ) ডেনড্রন (বি) অ্যাক্সন (সি) ডেনড্রাইট (ডি) অ্যাক্সেলিমা উত্তর: (বি) অ্যাক্সন ৪৩। মানুষের অক্ষিগোলকের যে স্তরটি আলোকসুবেদী সেটি হলো– (এ) কোরয়েড (বি) স্ক্লেরা (সি) রেটিনা (ডি) কর্নিয়া উত্তর: (সি) রেটিনা ৪৪। ডিম্বাশয় নিঃসৃত হরমোনটি হলো– (এ) ইনসুলিন (বি) ইস্ট্রোজেন (সি) থাইরক্সিন (ডি) অ্যাড্রিনালিন উত্তর: (বি) ইস্ট্রোজেন ৪৫। আইলেট্স অব ল্যাঙ্গারহ্যান্স থাকে- (এ) মস্তিস্কে (বি) থাইরয়েড গ্রন্থিতে (সি) অগ্ন্যাশয়ে (ডি) শুক্রাশয়ে উত্তর: (সি) অগ্ন্যাশয়ে
Course Content
LIFE SCIENCE
-
CH 1 জীবজগতে নিয়ন্ত্রন ও সমন্বয়